মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে লাল-সবুজের পতাকা নিয়ে সূচনা হয় স্বাধীন বাংলাদেশের। তবে এই স্বাধীনতা অর্জনের জন্য ঝরেছে বহু প্রাণ আর রক্ত। জীবনের মায়া ত্যাগ করে বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার সুবাতাস বইতে শুরু করে বাংলাদেশে।
১৯৭১ সালের সেই পরাধীনতার শৃঙ্খল মুক্তির যুদ্ধে লড়াই করেছেন ভোলার দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আনম জগলুল পাশা। তিনি যুদ্ধকালীন সময়ে নিজেই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি যুদ্ধাকালীন সময়ে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন তার এফ এফ নম্বর ১৩৫৫ । তিনি ১৯৭৮-১৯৮৭ পর্যন্ত কমান্ডার ছিলেন দৌলতখান মুক্তিযুদ্ধ সংসদ এর তিনি তার যুদ্ধকালীন সময় সব ঘটনা আমাদের মাঝে তুলে ধরেন । বীরমুক্তিযোদ্ধা আনম জগলুল পাশা বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম পাকিস্তানিদের বৈষম্য থেকে দেশের মানুষকে রক্ষা করতে এবং স্বাধীন-সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য।
আমরা স্বাধীন হয়েছি সত্যিই, তবে এখনো আমরা পুরোপুরি বৈষম্যমুক্ত হতে পারিনি। তবে বিজয়ের এই মাসে আমার একটাই চাওয়া; আগামীর এই লাল-সবুজের বাংলাদেশ হোক বৈষম্যমুক্ত, এগিয়ে যাক সঠিক পথে, বিশ্বের বুকে সুনামের সঙ্গে মাথা উঁচিয়ে থাকুক আমাদের এই সোনার বাংলা।
Leave a Reply