কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরীর মরদেহ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত দুই দিন ধরে কপোতাক্ষ নদীতে নিখোঁজ ডুবুরী মিজানের মরদেহ গাগড়ামারী নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার মেগা প্রকল্পের কাজে ব্যাবহারিত বালু পরিবহণের বলগেটের (পল্টন) নোঙ্গর নদীতে পড়ে গেলে, নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে ডুবুরী মিজান সোমবার (২৩ সেপ্টেম্বর) নিখোঁজ হয়।মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ মিজানকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এক ডুবুরী দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি মিজানের মরদেহ।

বহু খোঁজাখুঁজির পর বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কপোতাক্ষ নদীর পাড়ে গাবুরার গাগড়ামারির চরে মৃত অবস্থায় মিজানের মরদেহ দেহ পাওয়া যায় বলে জানান পানি উন্নয়ন বোডের্র উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা। নিখোঁজ ডুবুরি হলেন, খুলনার ৫ নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে মিজানুর রহমান সরদার (২২)। তিনি পেশায় ডুবুরী ছিলেন।ঘটনাটি ঘটে, গত সোমবার বেলা দুইটার দিকে গাবুরার পার্শ্বেমারি টেকেরহাট সংলগ্ন কপোতাক্ষ নদীতে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *