তানভীর আহমেদ কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (খ) সার্কেলের পরিদর্শক খবির আহমেদের নেতৃত্বে এবং উপ-পরিদর্শক রাসেল কবিরের তত্ত্বাবধানে, সক্রিয় ফোর্স মোঃ জাহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম এবং অন্যান্য বিভাগ ও টিমের সদস্যদের নিয়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং ভেড়ামারা থানাধীন পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পাচ জন মাদক কারবারীকে আটক করেছেন, আটককৃত আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি এলাকার মোঃ হারেজ মন্ডলের ছেলে, রিপন আলী(৩৭) সংবাদ যাচাই পূর্বক,বেলা ১১,৩০ ঘটিকার সময় রিপনের বাড়ি ঘেরাও করে আসামির নিজ সুবার ঘরে টিনের তৈরি চাউলের ড্রামের মধ্যে থেকে,অবৈধ মাদকদ্রব্য তিন বোতল ফেনসিডিল পাওয়া গেলে,
রিপনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর ১ সারনীয় ক্রমিক নং ১৪ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন মামলা নাম্বার ১০, দুপুর ১৩,০০ ঘটিকার সময় মথুরাপুর ইউনিয়ন হোসেনাবাদ গ্রামস্থ আসামি মোঃ রিপন হোসেন( ৩৮) এর বাড়িতে,অভিযান চালিয়ে,,আসামীর নিজ ব্যবহৃত একটি আলমারির ড্রয়ারের ভিতর থেকে,, বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অবৈধ মাদকদ্রব্য টাপেন্টা ডল ট্যাবলেট ২১০০ পিস, পাওয়া যায় ,যার আনুমানিক মূল্য ৬৩০,০০০/আসামি মোঃরিপন হোসেন পিতা মোঃখোদাবক্স,প্রাপ্ত আলামত সহ আসামিকে দৌলতপুর থানায় হাজির করলে পরিদর্শক মোঃ খবির আহমেদ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ১) সারনীয় ক্রমিক নং ১৯( ক) ধারায় দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন মামলা নং ১১,,,,এছাড়াও মাদক সেবনের অপরাধে মোঃতহিদুল ইসলাম (৩৮) পিতা মৃত তফসের আলী জগশ্বর, মোঃ সবুজ আলী (২৫) পিতা মোঃসাদেক আলী সাতবাড়িয়া, মোঃনুরনবী (২৭) পিতা শামসুল আলম ফকিরাবাদ, সর্ব ভেড়ামারা কুষ্টিয়া, তিনজন আসামীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন, মোঃ আনোয়ার হোসাইন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভেড়ামারা কুষ্টিয়া
Leave a Reply