জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দৌলতখানে স্মরণ সভা

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে ভোলার দৌলতখানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতখান উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।এসময় ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দৌলতখানের কৃতি সন্তান শহিদ শাহিন, শাহজাহান ও রিয়াজের স্মরণে তাদের পরিবারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, জেলা সমন্বয়ক শাহিন হিমু, আরিফ চৌধুরীসহ আরও অনেকে।