দৌলতখানে শিক্ষক দিবস পালিত

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ

‘শিক্ষকদের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলতখানে শিক্ষক দিবস পালিত হয়েছে।দৌলতখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজে গুনি শিক্ষক সংবর্ধনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ইংরেজি বিভাগের প্রভাষক রিয়াজ শাহেদের সঞ্চালনায় অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা তিনজন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।

আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত এবং তারা সব ধরনের বৈষম্যের শিকার। শিক্ষার মান বাড়াতে হলে আগে শিক্ষকের মর্যেদা দিতে হবে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *