ময়মনসিংহে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের সাবেক কমিটির সভাপতি প্রাণতোষ চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক অশীষ সরকারের সংবাদ সম্মেলনের মাধ্যমে মনগড়া, মিথ্যা বক্তব্যের প্রতিবাদে জানিয়েছেন অত্র মন্দিরের বর্তমান কমিটি। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শংকর বসাক। লিখিত বক্তব্যে ১৫ বছর আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অসত্য ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি মার্কেটের হল রুমে আশ্রম কমিটি নিয়ে সাবেক কমিটির সভাপতি প্রানতোষ চন্দ্র পাল এবং সাধারন সম্পাদক আশীষ সরকারসহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের মন গড়া, মিথ্যা ও বানোয়াট কথা উপস্থাপন করেছেন। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য মন্দিরের সুনাম ও পবিত্রতা নষ্ট করে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কোন ধরনের যাচাই-বাছাই না করে মন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্রী উত্তম চক্রবর্তী রকেট কে উদ্দেশ্য করে স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে অসত্য ও ভিত্তিহীন নিউজটি প্রচার করে।
দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরণের লেখনীতে আমরা সত্যিই মর্মাহত। সেই সাথে এ ধরণের মন গড়া, মিথ্যা ও বানোয়াট বক্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। এসময় বর্তমান কমিটির উপদেষ্টা জ্ঞানেন্দ্র মোহন শিকদার, সভাপতি অমল পাল, সহ সভাপতি বাবুল রায়, অখিল ধর, কোষাধ্যক্ষ নিধির দাস লাল্টু, সহ সম্পাদক তপন কান্তি দাস, সহ সাংগঠনিক সম্পাদক সমীর কুমার পাল, জয়ন্ত কুমার তালুকদার শিবু, দপ্তর সম্পাদক সুবোধ কুমার সাহা, সহ প্রচার সম্পাদক মানিক সরকারসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply