শুভ বসাকঃ
রক্তদান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নিঃস্বার্থ উপহার। রক্ত ছাড়া কোনো মানুষের জীবন কল্পনাও করা যায় না। প্রয়োজনে সময়মতো রক্ত সরবরাহ করা না হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায়।
চিকিৎসাসহ বিভিন্ন কাজে রক্তের প্রয়োজন হয়। এদিকে, ময়মনসিংহের ফুলপুরে এক দল স্বপ্নবাজ তরুণেরা স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছেন। কোথাও কোনো দুর্ঘটনা কিংবা মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন, এমন সংবাদ পেলেই তাৎক্ষণিক ছুটে যান তারা ঠিকানা নিয়ে পৌঁছে যান রোগীর হাসপাতালে। রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে। ফুলপুর উপজেলার একদল তরুণ এভাবেই স্বেচ্ছায় রক্ত দেন।
আবার প্রয়োজনীয় রক্ত রোগী ও স্বজনদের ব্যবস্থা করে দেন। এই তরুণেরা স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ তৈরি করেছেন। স্বেচ্ছায় রক্ত দিয়ে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে যেন তৈরি করেছেন রক্তের বন্ধন। যাঁরা জীবন-মরণ প্রশ্নে স্বেচ্ছায় রক্ত দান করছেন, তাঁদের উৎসাহ দেওয়ার নিমিত্তে পালিত হয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। ২রা নভেম্বর শনিবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী (SRAP) এর উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান,আনন্দ র্যালী, কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালীতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে ফুলপুর গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার উপজেলায় ফিরে আসেন। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংগঠনটির উপদেষ্টা আকবর আলী আহসান,আশরাফুল ইসলাম, সংগঠনটির পরিচালক রাজীবুল হাসান রাজীব, সহ-পরিচালক নাঈমুর রহমান সোহাগ,প্রধান সমন্বয়ক সোহাগ হাসান রানা সভাপতি নাজমুল হাসান নাঈম, সহ-সভাপতি তৌহিদ ইসলাম শাহীন, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী সংগঠনের সদস্য মিজান মিয়া, ওবায়দুল ইসলাম সৈকত, মাহমুদুল হাসান লিমন, মিজানুর রহমান,মাসুদ মিয়া,
আঈদ হাসান, রয়েল মিয়া, ইমরান হাসান, মেহেদী হাসান শান্ত, ফাহিম হাসান রাহাত, কাউসার মিয়া, মানজিল মন্ডল, আশিক মিয়া, সাকিব মিয়া,নাঈম হাসান,শরিফুল, মাহমুদুলএবং ফুলপুর ক্লিন সোসাইটির লাবীব নাহীদ রাহাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে সংগঠনটির কার্যক্রমের অংশ হিসেবে রংধনু জেনারেল হাসপাতালে ১৯ তম বারের মত ব্লাড ডোনেট করেন সংগঠনটির সহ-পরিচালক হাসিবুল হাসান শান্ত।
Leave a Reply