শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের চুরি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউপির ১৩১ নং দাশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা স্কুলের গেট ও অফিস রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রায় ৭ লক্ষাধিক টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক মোঃ মাহবুব আলম জানান, চোরেরা লেনোভো ল্যাপটপ, ডোয়েল ডেস্কটপ, ডিজিটাল হাজিরা মেশিন, ৩২” স্যামসাং মনিটর, লিথিয়াম সোলার ব্যাটারি, সোলার ইনভেটর, সিমসাপোর্টেড রাউটারসহ (যার মোবাইল নম্বর ০১৭৬৯-৪৩৪৪৭৭) বিভিন্ন মূল্যবান সামগ্রী ও নগদ ১০,০০০ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।চুরির পরই প্রধান শিকসহ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, যদি পরবর্তীতে চুরির সাথে জড়িতদের কোনো তথ্য পাওয়া যায় বা চুরি হওয়া সামগ্রী উদ্ধারের খবর মেলে, তবে থানাকে অবহিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান বলেন এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *