ছয় দিনের সংক্ষিপ্ত এ সফরে ১২ আগস্ট ২০২৪ রোজ সোমবার ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটে মিশরে পৌঁছেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার আহ্বায়ক, মাদরাসা উম্মুল কুরা লি-উলুমিল কোরআন বাংলাদেশের মুহতামিম ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
এসময় বেশকিছু প্রোগ্রামে অংশ নিবেন এবং মিশরের প্রাচীনতম শিক্ষাকেন্দ্র জামিয়া আযহারসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন তিনি।
আসন্ন বাংলাদেশ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বাস্তবায়ণ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে মিশরের বিশ্ববরেণ্য শায়েখদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও মিশরে অবস্থানরত স্বীয় উস্তাযদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
দুই দেশের বরেণ্য ব্যক্তিদের এই বৈঠকে গুরুত্ব পাবে আরোও অনেক বিষয়ই।
কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌছালে মিশরে অবস্থানরত বাংলাদেশী আলেম ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা নোমান তাফহীম জানান আজ থেকেই এই সফর আরাম্ব হবে ইনশাআল্লাহ।
Leave a Reply