লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার কয়েক শতাধিক শিক্ষক—শিক্ষিকা। আজ বৃহঃস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার উত্তর বিছনদই আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সালে মোঃআরিফবিল্লাহর সঞ্চালনায় এক দফা দাবি আদায়ের লক্ষে সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও সমন্বয়ক পরিষদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পূর্ববেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুজ্জামান পাভেল, বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার কল্পনা, পশ্চিম হলদিবাড়ি স্কুলের সহকারি শিক্ষক আমিনুর রহমান , উত্তর বিছনদই স্কুলের সহকারি শিক্ষক আবু কালাম মোঃজালাল উদ্দিন, গেন্দুকুড়ি স্কুলের প্রধান শিক্ষক এরশাদ হোসেন লেলিন ,ঠ্যাংঝারা স্কুলের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ অনেকে।
এসময় বক্তাগণ বলেন, প্রাথমিক শিক্ষা অর্জন করেই আজ বড় বড় কর্মকর্তারা সচিবালায় ও বিভিন্ন মন্ত্রনালয়ে চাকুরি করছেন। কিন্তু আমরা আজও অবহেলায় রয়ে গেছি। আমরা তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন—ভাতা চাই না। আমরা মর্যাদা চাই, ১০ গ্রেড বাস্তবায়ন চাই। এটা আমাদের ন্যায় দাবি। অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাসহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করেন শিক্ষকরা।
Leave a Reply