মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে প্রস্তুত দৌলতখানের জেলেরা

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হতেই কর্মব্যস্ত হয়ে উঠেছেন ভোলা জেলার দৌলতখান উপজেলার জেলেরা। ইলিশের আশায় নদীতে যেতে ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।নিষেধাজ্ঞাকালীন অনেক জেলে তাদের জীবিকা নির্বাহে পড়েছেন চ্যালেঞ্জের মুখে।

সংসারের খরচ মেটাতে অধিকাংশ জেলেকেই নিতে হয়েছে ঋণ। এখন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে বাড়ি ফিরে সেই ঋণ শোধ করার স্বপ্ন দেখছেন তারা।এদিকে দৌলতখান উপজেলার জেলেরা নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কেউ ট্রলার ও নৌকা মেরামত করছেন। কেউ নতুন ও মেরামত করা জাল, জ্বালানি এবং খাদ্যসামগ্রী নিয়ে প্রস্তুত হচ্ছেন। কেউ আবার ট্রলার ও নৌকা ধোয়া মোছার কাজ করে সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

জেলেরা আশা করছেন, নিষেধাজ্ঞার পর পর্যাপ্ত ইলিশ মিলবে এবং তাদের সংসারে আবার ফিরে আসবে সুখের সুবাতাস। আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চলেছে। এখন সাগরে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারলেই ঋণ শোধ করতে পারবেন বলে আশা জেলেদের।