“যা আছে তা দিয়ে আখেরাতে বাড়ি বানানো শুরু করেন” -অধ্যাপক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান পবিত্র কোরআনের বিবৃতি দিয়ে বলেছেন, তোমাদের যা কিছু দেয়া হয়েছে সবকিছু নিয়ে নেমে পড়ো আখেরাতে একটি বাড়ি বানানোর জন্য। যা আছে তা দিয়ে আখেরাতে বাড়ি বানানো শুরু করেন।

কিন্তু আমাদের এখন পর্যন্ত যে চিন্তা, তা হচ্ছে দুনিয়াতে একটি ভালো বাড়ি বানাতে হবে। মাটির বাড়ি থাকলে টিনের বাড়ি, টিনের বাড়ি থাকলে ইটের বাড়ি। একতলা থাকলে থাকলে দুতলা তিনতলা পাঁচতলা করার চেষ্টা। একটা বাড়ি থাকলে একাধিক বাড়ি করার চেষ্টা। কিছু জমি রাখা, ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করা, ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করা এসব হচ্ছে আমাদের কমন ভাবনা।শুক্রবার (২২ নভেম্বর) নগরীর একটি রিসোর্স ও ট্রেনিং সেন্টারে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনের সঞ্চালনায় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের সামনে দুটো স্তর আছে। একটি হচ্ছে ষাট সত্তর বছরের স্তর। এরপরে একটি জায়গা আছে যে জায়গাটি দেখা যায় না। এটার পরিমাণ কোটি কোটি বছর। অনন্ত এই সময়ের জন্য সিডিউল থাকতে হবে। অনেক কিছু পর্দা দিয়ে ঢাকা আছে দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের ওখানে যেতেই হবে।  কাজতো করা দরকার ছিল যেখানে থাকতে হবে কোটি কোটি বছর সেটার। আজকে আমাদের বই পড়ার সময় নেই, কুরআন পড়ার সময় নেই, এয়ানত দেয়ার সময় নেই। এককালীন দেয়ার জন্য গড়িমসি করি। এগুলোই তো আপনার কাজ।

আর যেগুলোকে ধরে রেখেছেন এগুলো তো কিছুই না। ৫% বা ১০% যদি এয়ানত দেন তাহলে আপনার কাছে থাকলে ৯০% পারসেন্ট। আমাকে শয়তান বলছে ১০% টা অনেক বড় হয়ে যাচ্ছে।  ৯০% টা কোন পরিমাণই না। সিরিয়াস হলে তো আমরাই আজ থেকে ঘোষণা করতাম যে আজ থেকে ১০% দিয়ে দিব। এটাতো আমার জন্য অন্য কারো জন্য না। এই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে নেওয়ার লোকজনের খুবই অভাব। তিনি আরো বলেন, আমি খেতে পারছি আমার ওই ভাই খেতে পারছে না। আমি খাবারটা দেই নাই তো তাকে। রাসূল (সাঃ) বলেছেন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন, আমিও বান্দার প্রতি করবো, তাদের জন্য আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ বলেছেন, তোমো ফাসাদ সৃষ্টি করবে না, গোলমাল করবে না, গোলমাল থেকে দূরে থেকো। আল্লাহতালা ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আল্লাহ তায়ালা যেমন নিজের পরিবারকে বাঁচাতে বলছে আবার তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকতে বলেছেন। এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম বলেন, বর্তমান সময়ে আল্লাহ তায়ালা আমাদের যে অফুরন্ত সুযোগ দিয়েছেন তা আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে।

ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন নানা ধরনের চক্রান্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই চক্রান্ত ষড়যন্ত্র নতুন কোন বিষয় না। অতীতে যারা ইসলামী আন্দোলন করেছেন তারা এই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করেই আন্দোলন করেছেন। ওয়ার্ড সভাপতি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্ররটারি মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য  ডাঃ আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জনিয়ার আব্দুল বারী, সাংগঠনিক থানার আমীর ও সেক্রেটারি, ওয়ার্ড সভাপতিসহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *