শুভ বসাকঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী এর প্রতিষ্ঠাতা মো: জাকারিয়া’র ১ ডিসেম্বর ২২তম জন্মদিন উপলক্ষে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ৪দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় গত রবিবার (১ ডিসেম্বর) সংগঠনের সেচ্ছাসেবকদের নিয়ে জাঁকজমকপূর্ণ কেক কাটা ও চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ এর সকল সদস্যসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা জানান, ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ এর প্রতিষ্ঠাতা মো: জাকারিয়া সারাবছর দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করে থাকেন। এবং সকল স্বেচ্ছাসেবীদের এক জায়গায় স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী পরিবারে আবদ্ধ করে রাখার ক্ষেত্রে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবকদের মতে ২০২৪ সালে ফুলপুরের বন্যার সময় ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ এর স্বেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। নিজেদের ত্রান বিতরনের পাশাপাশি বিভিন্ন মহলের ত্রান বিতরনে সর্বোচ্চ চেষ্টা করেছে।সংগঠনটির প্রতিষ্ঠাতা ইরাক প্রবাসী মো:জাকারিয়া বিদেশে থেকেও স্বেচ্ছাসেবীদের নানা দিকনির্দেশনা দিয়ে গেছেন।
শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবীদের সকল কার্যক্রম গোছানো পর্যন্ত তিনি পাশে ছিলেন৷ তার এই সকল কিছু কার্যক্রমের জন্য ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ এর স্বেচ্ছাসেবকরা তাকে নিজেদের আদর্শ ভেবে সামাজিক কাজে করে থাকেন। অনুষ্ঠান শেষে মো: জাকারিয়া ভিডিও কলে সকল সেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে, ৪ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গত ২৮ নভেম্বর বাঘেধরা উচ্চ বিদ্যালয় ও আবেদুজ্জামান খান বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে ২৯ নভেম্বর ফুলপুর গোলচত্ত্বর সংলগ্নে রিক্সা চালকদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা কর্মসূচি করা হয়। কর্মসূচির তৃতীয় দিনে ৩০ নভেম্বর স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী এর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এর উদ্যোগে বাশাটি হিলফুল ফুযুল এতিমাখানা মাদ্রাসায় দুপুরের খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মানবিক কাজ করার প্রয়াসে ‘স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী’ সংগঠনটি ২০২১ সালের ১০ই মার্চ গড়ে তোলেন বর্তমান ইরাক প্রবাসী মো:জাকারিয়া। দেশে না থেকেও দেশের মানুষের প্রতি তার এমন উদারতা যেন নজিরবিহীন। দেশ প্রেম ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই এ সংগঠনটি পরিচালনা করছেন তিনি। মানবিক এই স্বেচ্ছাসেবক মানুষটির জন্মদিনের মন থেকে ভালোবেসেই এসব কার্যক্রম করেছে সংগঠনটি সদস্যরা।
Leave a Reply