মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
যৌক্তিক সংস্কারের পর নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।তিনি বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা চলছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ভোলা সদর উপজেলার আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী বিরোধী দলগুলো বিগত বছরে অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে।
তাদের সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হলে সবার জন্যই অশুভ হবে।তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে ইসলামবিরোধী কোনো আইন, নীতিমালা ও বিধিমালা যাতে কার্যকর হতে না পারে, এমন একটা ধারা সংবিধানের সংযুক্ত করার জন্য জোর দাবি ও প্রস্তাবনা করেছি।
Leave a Reply