ঈশ্বরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপশাখার পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বিবেচনায় আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপশাখার পক্ষ থেকে ৪০ জন অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে এ কম্বল তুলে দেন ঈশ্বরগঞ্জ উপশাখার অফিসার ইন-চার্জ মোহাম্মদ সাদেক মিয়া

।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ব্যাংকটির কার্যালয় থেকে অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।এসময় ট্রানজেকশন সার্ভিস অফিসার সাঈদ হাসান খান পাঠানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন। উপশাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাদেক মিয়া বলেন,আইএফআইসি ব্যাংক সমাজের প্রতি দাযবদ্ধতা এবং মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস,মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহায়তা করা ব্যাংকিং সেবার বাইরেও আমাদের সামাজিক দায়িত্ব।

সেই লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় আমাদের ব্যাংক শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।তিনি আরও বলেন,আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,আমরা শুধু আর্থিক সেবায় নয়,বরং মানবিকতার সেবায়ও প্রতিশ্রুতিবদ্ধ।আইএফআইসি ব্যাংক সব সময় সেবার মান সমুন্নত রাখতে গ্রাহকদের কল্যানে কাজ করে থাকেন। আমাদের লক্ষ্য,বিতর্কের ঊর্ধ্বে উঠে মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখা। আইএফআইসি বিশ্বাস করে,ছোট্ট একটি উদ্যোগে সমাজে বড় পরিবর্তন আনতে পারে। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।